ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমেকে যুক্ত হলো আরও ৫টি আইসিইউ 

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৪, ২১ জুন ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) করোনা ডেডিকেটেড ইউনিটে আরও ৫টি আইসিইউ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় নতুন ৫টি আইসিইউ কুমেকের উপপরিচালকের ডা. মো. ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে কুমেকের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হলো। 

এর আগে গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। আইসিইউ সংকটের কারণে মৃতের সংখ্যা বাড়ছিল বলে জানিয়েছিল চিকিৎসকরা। এ কারণেই অর্থ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এসব আইসিইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
 
জনবল পেলে খুব দ্রুত এসব আইসিইউ চালু করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি