ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ডা. রাকিব হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০২, ২১ জুন ২০২০

খুলনার চিকিৎসক মো. আব্দুর রাকিব খানের হত্যাকারীদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার ও শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছেন চিকিৎসকরা। 

বিএমএ’র কেন্দ্রিয় কর্মসূচি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলা শাখা আজ রোববার দুপুরে সদর হাসপাতাল চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে জেলা সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান , বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

বক্তারা আলোচিত হত্যা মামলাটি দ্রুতবিচার ট্রাইব্যুনালে করতে সরকারের প্রতি জোর দাবি জানান। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি