ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় ট্রাক চাপায় বৃদ্ধা নিহত 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০৯, ২১ জুন ২০২০

Ekushey Television Ltd.

পাবনায় ট্রাকের চাপায় আমেনা বেগম (৮৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করেছে স্থানীয়রা। নিহত বৃদ্ধা সদর উপজেলার দোপকোলা গ্রামের আব্দুর রশিদ ফকিরের স্ত্রী।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক আমেনা বেগমকে চাপা দিয়ে চলে যায়। প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনি মারা যান। এরপর স্থানীয়রা মধুপুর নামক স্থানে ধাওয়া করে ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে গণধোলাই দেয়। আহতাবস্থায় তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি