ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দোহার স্বাস্থ্য কর্মকর্তাসহ আক্রান্ত ১২

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৬, ২১ জুন ২০২০

ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ আরও ১২ জনের করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১১ জনে। রবিবার দুপুরে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ১৪ ও ১৫ জুন উপজেলার বিভিন্ন এলাকার ৪২ জনের নুমনা ঢাকা পাঠানো হয়। ঐ ৪২ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন সহ ১২ জনের পজিটিভ এসেছে। আক্রান্ত অন্যান্যরা উপজেলার জয়পাড়া, রাইপাড়া ও নারিশার বাসিন্দা।

তিনি আরও জানান,গত ১৪ জুন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিনের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। শনিবার আসা রিপোর্টে আরও ১২ জনের পজেটিভ এসেছে। ডা. জসিম বর্তমানের বাড়িতে আইসোলেশনে আছেন। নতুন আক্রান্ত ১২ জনের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ আরও ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৪ জনে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ১৪ জুন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৩ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। ওই ৩৩ জনের মধ্যে ৭ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে কলাকোপা ইউনিয়নের ২ জন, বক্সনগর, আগলা ও বান্দুরা ইউনিয়নের ১ জন করে বাসিন্দা রয়েছে। অন্য ২ জন কৃষি ব্যাংকের কর্মকর্তা।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি