ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় গৃহবধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০১, ২১ জুন ২০২০

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভাবের তাড়নায় এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত গৃহবধূ সানজিদা আক্তার প্রিয়সী (২৫) উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নতুন মন্ত্রী বাড়ির আনোয়ার হোসেন’র স্ত্রী এবং দুই সন্তানের জননী ছিল। রোববার (২১ জুন) দুপুরের দিকে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, অভাবের তাড়নায় স্বামীর ওপর অভিমান করে রোববার ভোররাতে পরিবারের সদস্যদের অগোচরে বাবার বাড়ির পুকুর ঘাটে ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন,গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি