ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ৫ জুয়াড়ি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০০, ২১ জুন ২০২০ | আপডেট: ২০:০০, ২১ জুন ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে। রোববার (২১ জুন) উপজেলার পীরপুরকুল্লা গ্রাম থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-আহসান (৫৮), জহিরুল ইসলাম (৩০), আতিয়ার (২৩), মিরাজুল (২১) ও জাহিদুল। এদের বাড়ি পীরপুরকুল্লা গ্রামের বিভিন্ন পাড়ায়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল খালেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই কার্তিক বসু সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পীরপুরকুল্লা গ্রামে অভিযান চালায়। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে দামুড়হুদায় নিয়ে আসে। পরে গ্রেফতারকৃতদের জুয়া আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি