ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ফাজিল মাদরাসার ভবন নির্মাণ কাজের উদ্বোধন

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৪৮, ২২ জুন ২০২০

চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মন হক জোয়ার্দ্দার ছেলুন (এম পি)। রোববার (২১ জুন) বেলা ১২টায় রেলবাজার ফাজিল মাদরাসা চত্বরে নির্মিত ভবনের আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। 

বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ২৪ লাখ ৯৫ হাজার ৩২৩ টাকা ব্যয়ে ওই চারতলা একাডেমিক ভবনটি নির্মিত হবে। কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেরপুরের মল্লিক পাড়ার জহিরুল লিমিটেড। স্থানীয় ঠিকাদার আলী রেজা সজলের তত্ত্বাবধানে এ কাজ সম্পন্ন  করা হবে বলে জানা গেছে। 

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ফাজিল মাদরসা পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগাঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্জ্ব মীর জান্নাত আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আলী রেজা সজল ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।  

ভিত্তি প্রস্তর স্থাপনকালে সাংসদ সোলায়মান হক বলেন, ‘আমি একদিন থাকবো না, তবে এ প্রতিষ্ঠান যুগ যুগ ধরে থাকবে। এখান থেকে শিক্ষার্থীরা দ্বীনি এলেম শিক্ষা লাভ করে সমাজকে আলোকিত করবে।’
এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি