ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রামেকে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১১:২২, ২২ জুন ২০২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সকালে ও রাতে মারা যাওয়া দুইজনই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তাদের জ্বর ও শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের উপসর্গ ছিল বলে জানান হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

মৃতদের মধ্যে একজনের নাম মতিউর রহমান (৫৬)। তার বাড়ি রাজশাহী মহানগরীর পবা নতুনপাড়া এলাকায়। অন্যজন আইজ উদ্দিন (৭২)। তার বাড়ি রাজশাহী মহানগরীর মহিষবাথান এলাকায়।

ডা. সাইফুল ফেরদৌস জানান, ‘আইজ উদ্দিনকে হাসপতালে ভর্তি করা হয়েছিল শনিবার দিবাগত রাত ১ টার দিকে। রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান। আর মতিউরকে ভর্তি করা হয়েছিল রোববার দুপুরে, ওই দিনই রাত ৮টার দিকে তিনি মারা গেছেন। তাদের দুজনেরই করোনার উপসর্গ ছিল। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছিল।’

তিনি জানান, ‘মৃত্যুর পর তাদের দু’জনেরই নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার (আজ) সেগুলো পরীক্ষা করা হবে। স্বাস্থ্যবিধি মেনে তাদের দাফন করার পরামর্শ দেয়া হয়েছে।’ 

রাজশাহীর দুটি ল্যাবে আরও ৪৪ জনের করোনা ভাইরাস ধরা পড়েছে। এর মধ্যে রাজশাহীর ২৯ জন, পাবনার ১ জন ও নাটোরের ১৪ জন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালে বহির্বিভাগের ল্যাবে রোববার তাদের নমুনা পরীক্ষা করা হয়। 

রোববার রাতে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস ও রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য জানান।

রাজশাহী জেলার ২৯ জনের মধ্যে নগরের ২৭ জন। অপর দু’জন পবার ও গোদাগাড়ীর বাসিন্দা। নতুন ২৯ জন নিয়ে জেলায়  আক্রান্ত বেড়ে দাঁড়াল ২৬৬ জনে। এর মধ্যে নগরীতেই ৪৬ জন। নতুন আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, ‘হাসপাতালের বহির্বিভাগ ল্যাবে ৯৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২৩ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে দুইজন চিকিৎসকসহ সবাই রাজশাহী সিটি করপোরেশন এলাকায় বসবাস করেন।’ 

অপরদিকে, রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা. সাবেরা গুলনাহার জানান, ‘রোববার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮৫ জনের। যার মধ্যে ২১ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এদের মধ্যে রাজশাহীর ছয়জন, পাবনার একজন ও নাটোরের ১৪ জন রয়েছে। রাজশাহীর আক্রান্তদের মধ্যে চারজন নগরীর ও একজন করে গোদাগাড়ী ও পবার বাসিন্দা রয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি