ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুমেকে একদিনেই করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৪, ২২ জুন ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালে (কুমেক) করোনা উপসর্গে প্রাণহানির ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে। একদিন আগে চারজনের পর গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। 

এর মধ্যে ৫ জনই মারা যান হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায়। অপরজনের মৃত্যু হয় আইসোলেশনে থেকে।

হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানী এ তথ্য নিশ্চিত করেছেন। 

মৃতরা হলেন, কুমিল্লা সদর উপজেলার পারভীন আক্তার, সদর দক্ষিণ উপজেলার মোস্তাক আহমেদ, হাজী মো. আবুল হোসাইন ও মোসলেম। এছাড়া চাঁদপুর জেলার সদর উপজেলার আলমগীর হোসেন ও হাজীগঞ্জ উপজেলার নজরুল ইসলাম। 

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১১৫ জন। এর মধ্যে করোনা পজেটিভ ৩৭ জনের এবং উপসর্গ নিয়ে আছেন ৭৮ জন। আর আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ৯ জনকে ভর্তি করা হয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি