ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দর্শনায় ঢিমেতালে চলছে লকডাউন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ২২ জুন ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার দুটি ওয়ার্ডে চলমান লকডাউন চলছে ঢিমেতালে। এ সময়ে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষের চলাচল সীমিত ও দোকানপাট বন্ধ থাকার কথা থাকলেও হচ্ছে তার বিপরীত। 

এর আগে লকডাউন হওয়া পৌরসভার ৫ ও ৭নং ওয়ার্ডকে রেড জোন  হিসেবে চিহ্নিত করা করে জেলা প্রশাসন। পরে গত ১৬ জুন সকাল থেকে লকডাউন জারি করা হয়। যেখানে জরুরি পরিষেবা ছাড়া সবকিছু বন্ধ থাকার কথা বলা হয়েছে। তবে  কয়েকটি দোকান বন্ধ ছাড়া সবকিছুই রয়েছে স্বাভাবিক।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, এক স্থান থেকে আরেকস্থানে মানুষ অবাধে চলাচল করছে। অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। তবে লকডাউন কার্যকর করতে মোড়ে মোড়ে পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। 

প্রসঙ্গত, দর্শনা পৌর এলাকার ৫ ও ৭ নং ওয়ার্ড এলাকায় এখন পর্যন্ত ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জনই পুলিশ সদস্য। এ কারণেই এই এলাকাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামে চারজন আক্রান্ত হওয়ায় গ্রামটিকে ইয়োলো জোন ঘোষণা করা হয়েছে।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি