ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ফারুক আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ২২ জুন ২০২০ | আপডেট: ১৭:২৩, ২২ জুন ২০২০

মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেন ফারুক

মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেন ফারুক

পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার পৌর নিবাসী বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব দেলোয়ার হোসেন ফারুক হাওলাদার সাহেব আর নেই  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

আজ সোমবার সকাল ৫টা ৪০ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি স্বাধীন বাংলায় ভাণ্ডারিয়া উপজেলার প্রথম পতাকা উত্তোলনকারী এবং মুক্তিযুদ্ধকালীন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

মরহুম দেলোয়ার হোসেন ফারুক বর্তমান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদারের পিতা। তিনি এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আসর জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন, পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম। আরও শোক প্রকাশ করেছেন উপজেলা যুবলীগ, ছাত্রলীগসহ দলের অন্যান্য সংগঠন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি