ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

হিলিতে মানবপাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক সভা

হিলি  প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০০, ২২ জুন ২০২০

দিনাজপুরের হিলিতে মানবপাচার প্রতিরোধ ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি হাকিমপুর শাখার উদ্যোগে সোমবার বিকেল ৩টায় হাকিমপুর (হিলি) পৌরসভার হলরুমে এই ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। স্কুল ম্যানেজিং কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, সিবিও ও সিএসওদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির হাকিমপুর শাখা ব্যবস্থাপক দুরুল ইসলামের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, পৌর মেয়র জামিল হোসেন, প্যানেল মেয়র মিনহাজুল ইসলামসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর, সংস্থাটির ফিল্ড ওরগানাইজার মাজেদুল ইসলাম ও তানজিলা আকতারসহ অনেকে উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনে বাল্যবিয়ের কুফল সম্পর্কে আলোচনার পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধে সকলকে এগিয়ে আসার ও মানব পাচার প্রতিরোধে অগ্রনী ভুমিকা পালনের আহবান জানানো হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি