ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলায় পৌর কাউন্সিলরসহ ১৪ জনকে অর্থদন্ড

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৬, ২২ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতিতে মোংলায় আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪ জনকে অর্থদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। এসময় নিয়ম ভঙ্গ করে খাবার বিক্রি করায় হোটেল প্যারাডাইসের মালিক ও পৌর কাউন্সিলর খোরশেদ আলমকেও অর্থদন্ড দেয়া হয়। 

সোমবার (২২ জুন) দুপুরে শহরের বিভিন্ন স্থানে পথযাত্রীদের মাস্ক ব্যবহার না করা ও মোটরসাইকেলের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অর্থদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমান আদলতের মাধ্যমে অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি এই জরিমানা করেন। 

এসিল্যান্ড নয়ন কুমার রাজবংশি বলেন,করোনার এই মহামারীতে আইন অমাণ্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পৌর কাউন্সিলর ও হোটেল মালিক খোরদেশ আলম আইন অমান্য করে দুপুর ২টার পর হোটেল খোলা রাখায় তাকেও জরিমানা করা হয়েছে বলেও তিনি জানান। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি