ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মারা যাওয়া তিন মুক্তিযোদ্ধাই ছিলেন করোনাক্রান্ত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ২২ জুন ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন মুক্তিযোদ্ধাই করোনায় আক্রান্ত ছিলেন। আজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

গত বৃহস্পতিবার (১৮ জুন) সকালে পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের শেরে-ই-বাংলা সড়কের বাসিন্ধা মুক্তিযোদ্ধা কাওছার আহম্মেদ দেওয়ান (৬৫) মারা যান। একই এলাকার ভিআইপি রোডের বাসিন্দা মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান শিকদার (৬৯) মারা যান ওই দিন রাতে। এর আগে গত রোববার (১৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান দাশপাড়া ইউপির খেজুরবাড়িয়া গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন (৯০)। 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আখতার-উজ-জামান বলেন, ‘নমুনা সংগ্রহ করে পাঠালে রোববার রাতে করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায় তাদের। মৃতদের সংস্পর্শে আসা সকলকে হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেয়া হয়েছে।’ 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি