ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে `মাকে` মারপিটের অভিযোগে ছেলে গ্রেফতার

 ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:১৩, ২২ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার সোমবার সকালে এক মাকে মারপিটের অভিযোগে শিবদিঘী কাঁচা বাজার থেকে তার ছেলে নাসিম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

থানা ও স্থানীয়রা জানান, উপজেলার রামপুর গ্রামে গত মঙ্গলবার মৃত রফিজউদ্দীনের স্ত্রী আরোশা বেগম তার নিজ ক্ষেতে পটল তুলতে যায়। এতে তার ছেলে বাধা দেয় এবং এক পর্যায়ে ছেলে নাসিম উত্তেজিত হয়ে তার মাকে লাঠি দিয়ে বেদম মারপিট করে। এতে তার মা গুরুত্বর আহত হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করে এবং এখনও তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

পরে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে মা আরোশা বেগম তার ছেলেকে আসামী করে গত ২০ জুন বাদী হয়ে রাণীশংকৈল থানায় একটি মামলা করেন। খবর পেয়ে ওই ছেলে তাঁর মাকে মামলা তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় এবং সোমবার সকালে শিবদিঘী কাঁচাবাজারে মাকে পেয়ে গালিগালাজ ও ধাক্কাধাক্কি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ছেলেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। 

মামলার আইও এস আই দিপঙ্কর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি