ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

নদীতে ডুবে যাওয়ার ৮ ঘন্টা পর যুবকের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৫, ২২ জুন ২০২০

পটুয়াখালীর বাউফলের আলোকি নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া যুবক মেহেদীর (৩০) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৮ ঘন্টা পরে বিভাগীয় শহর বরিশাল থেকে ছুটে এসে চারজন ডুবুরি তল্লাসী চালিয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করেন। 

কালাইয়া বন্দর এলাকায় সোমবার দুপুরে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। তার বাবার নাম আবুল হাওলাদার। পাশের গলাচিপা উপজেলার চরকাজলের চরশিবা গ্রামে বাড়ি। 

বন্দরের মাছ বাজার এলাকার কয়েক ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চাচা জহিরুল হক হাওলাদারের সঙ্গে একটি মালবাহী ইঞ্জিনচালিত ট্রলারে আজ বন্দরের সোমবারের সাপ্তাহিক হাটে আসে মেহেদি। নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোহাগ ফকির। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি