ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গাজীপুরে বাড়ছে সংক্রমণ, পিছিয়ে সুস্থতার হার 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০০, ২৩ জুন ২০২০

গাজীপুরে প্রতিদিনিই বাড়ছে সংক্রমণ। তবে তার তুলনায় পিছিয়ে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায়ও জেলায় নতুন করে ৬৪২ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। 

আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

এ পর্যন্ত জেলায় ২০ হাজার ৮০২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৯৮৩ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৪৮৭ জন। 

এদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতিমধ্যেই রেড জোন ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাক শ্রমিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত (১ হাজার ৯০৯ জন) গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত (৩৬০ জন) কালিয়াকৈর উপজেলায়। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি