ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:২৩, ২৩ জুন ২০২০

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড- ১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষন-উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৬ জন। হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৪ জন এবং অপর দুইজন মারা যায় আইসোলেশনে। এদের মধ্যে ৫জন পুরুষ ও ১জন মহিলা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি সার্জন ডা. মুক্তা রানি জানান, মৃত ৬ জনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

মৃত পুস্পা রানী মজুমদার, আবদুল মান্নান, আবদুল আজীজ ও মনিরুল ইসলামের বাড়ি কুমিল্লায়। সিরাজুল ইসলাম ও অরুন চন্দ্রের বাড়ি চাদপুর জেলায়।

এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন ১২১ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ ৩৭ জন এবং লক্ষন-উপসর্গসহ ৮৪ জন। আইসিইউতে ভর্তি আছে ১০ জন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি