ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

খুলনায় উপসর্গে আরও ৩ জনের মৃত্যু 

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪১, ২৩ জুন ২০২০

সারাদেশে আশঙ্কাজনকহারে বেড়েই চলেছে করোনার উপসর্গ প্রাণহানির ঘটনা। বিশেষ করে খুলনায় যার সংখ্যা ভয়ংকর রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটির উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। 

গতরাত থেকে আজ সকাল পর্যন্ত সময়ে তারা মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও এবং করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান।

তিনি জানান,  জ্বর, শ্বাসকষ্ট নিয়ে নগরীর বাবুখান রোডের ৭০ বছরের এক বৃদ্ধ সোমবার (২২ জুন) রাতে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরের দিকে তিনি মারা যান। একই উপসর্গ নিয়ে নড়াইলের মহেশখোলা গ্রামের ৩৬ বছরের এক ব্যক্তি ও খুলনার সরকারি সুন্দরবন কলেজের পাশের এলাকার ৫৫ বছরের এক বৃদ্ধ গতকাল ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবারই পৃথক মারা যান তারাও।

এ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গে অন্তত ৬০ জনের মৃত্যু হলো। নতুন মৃতদের প্রত্যেকরই নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান এই চিকিৎসক। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি