ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কক্সবাজারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:০১, ২৩ জুন ২০২০

পৈতৃক জমি নিয়ে বিরোধের জের ধরে কক্সবাজারে সন্ত্রাসী হামলায় আহত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও তার পরিবার। আহত শিক্ষার্থী আইন বিভাগের ১৩ ব্যাচের মো. আবদুল্লাহ। সোমবার (২১ জুন) রাত ৯টায় কক্সবাজারের রামু উপজেলার ফতেকারকুঁল ইউনিয়নের পশ্চিম মেরোংলায়া এলাকায় এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। 

এতে আবদুল্লাহ, তার বাবাসহ পরিবারের অন্তত ৫ সদস্য আহত হয়েছেন।

মারধরের শিকার শিক্ষার্থী আবদুল্লাহ জানান, ‘পৈতৃক সম্পত্তি ৯ বছর আগে দাদার মৃত্যুর পর আমার চাচাত ভাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও বিএনপি নেতা নুরুল আবছার আব্বাসহ তিন ভাইকে উত্তরাধিকারসূত্রে জায়গা জমির প্রাপ্য অংশ ভাগ-বণ্টন করে দেয়। পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও গোসলের নোংরা পানি ভিটেবাড়ির মধ্যদিয়ে পাইপলাইন দিয়ে আমাদের সুপারী বাগানে ফেলার দাবি জানায় নুরুল আবছার ও তার সহযোগীরা। ময়লা পানি সুপারি বাগানে ফেললে ঘরবাড়ির ক্ষতিসহ বাগান ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায়, আব্বা তাদের এই অন্যায় দাবি প্রত্যাখ্যান করে। এতে আমার আব্বা ও পুরো পরিবারকে হত্যা ও জোরপূর্বক জমি দখল করে নেয়ার হুমকি ধমকি দেয় তারা।’ 

ওই শিক্ষার্থী জানান, ‘গতকাল রাত ৯টার দিকে নুরুল আবছারের বাড়িতে বর্তমান ইউপি মেম্বার রুকন উদ্দীনের প্রতিনিধিত্বে সালিশ ডাকা হয়। সেখানে বাবা সেই প্রস্তাব না মানায় তারা উত্তেজিত হয়ে স্থানীয় ইউপি সদস্যের সামনে আব্বা-আম্মা, আমি, আমার বড় ভাই ও বোনের উপর ইট-লাঠি ও খুন্তি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। মুজিবের সহযোগী সেলিমসহ আরও অনেক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে এসে এবং নুরুল আবছার, রেজাউল করিম ও চাচা নুরুল ইসলামসহ আমাদের উপর হামলা করে। এলাকাবাসী এগিয়ে না আসলে আমরা প্রাণে বাঁচতাম না ‘

মামলা করতে চাইলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে জানান আবদুল্লাহ। 

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান রোকসানা আক্তার বলেন, ‘আইনগতভাবে যেভাবে সহায়তা করা প্রয়োজন আমরা তা করবো।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী কামাল উদ্দিন বলেন, ‘করোনার মহামারিতে বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্রকে বেআইনীভাবে মারধর করা অন্যায়। আইনের মধ্যদিয়ে যতদূর করা যায় সেই ব্যবস্থা নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, ‘ভিক্টিম মামলা করলে আমরা মামলা অনুযায়ী ব্যবস্থা নিবো।’
এআই//

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি