ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৫, ২৩ জুন ২০২০

কুষ্টিয়ার দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় আবুল শাহ্ (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত শাহ্ উপজেলার পিয়ারপুর ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত চেতন শাহর ছেলে। 

স্থানীয়রা জানায়, সোমবার সকাল ১০টার দিকে কৃষক আবুল শাহ্ বাড়ির পার্শ্ববর্তী মাঠে কাজ করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিবেশী মইজুদ্দিন শাহর সাথে তার কথা কাটকাটি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে মইজুদ্দিন হাতে থাকা ধারাল হাসুয়া দিয়ে আবুল শাহের পেটে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন তিনি। পরে তাকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান ওই কৃষক।

দৌলতপুর থানা ওসি এস এম আরিফুর রহমান জানান, ‘ঘটনার পরপরই হামলাকারী মইজুদ্দিন শাহ্সহ বাড়ির লোকজন পালিয়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।’ 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি