ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় চাকরি দেয়ার প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:৩৭, ২৩ জুন ২০২০

সরকারি চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে এক মুক্তিযোদ্ধার মেয়ের কাছ থেকে পাঁচ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা গুলশানপাড়ার গোলাম হোসেনের ছেলে ছানোয়ার হোসেন। পাওনা এ টাকা চাইতে গিয়ে শারীরিকভাবেও নির্যাতনের শিকার হয়েছেন ওই নারী। সোমবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দামুড়হুদার জয়রামপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা মৃত আব্দুল মোতালেবের মেয়ে মুসলিমা খাতুন।

মুসলিমা খাতুন তার লিখিত বক্তব্যে বলেন, ছানোয়ার হোসেন তাকে সরকারি চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে পাঁচ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়। তিনি জমি বিক্রি এবং এনজিও থেকে ঋণ নিয়ে তিনি এসব টাকা অভিযুক্ত ছানোয়ারের হাতে তুলে দেন। পরে চাকরি দিতে ব্যর্থ হলে ছানোয়ারের কাছে পাওনা টাকা দাবী করলে ছানোয়ার তাকে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। একই সাথে কয়েকদফা তাকে মারধরও করে। এ অবস্থায় মুসলিমা খাতুন পুলিশে অভিযোগ দেন এবং আদালতে চেক জালিয়াতির তিনটি মামলা করেন। যেসব মামলা বিচারাধীন রয়েছে। এ অবস্থায় ছারোয়ার হোসেন নতুন করে তাকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন মুসলিমা খাতুন।
এ বিষয়ে অভিযুক্ত ছানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, মুসলিমা খাতুন প্রতারণামূলকভাবে তার কাছ থেকে চেক ও স্ট্যাম্প স্বাক্ষর করিয়ে নিয়েছেন। তিনি দাবী করেন মুসলিমা খাতুন তার সাবেক স্ত্রী। তার সাথে প্রতারণা করে ওই নারী বিয়ে করেন বলে জানান ছানোয়ার হোসেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি