রাজশাহীতে একদিনে শনাক্ত ২৫১, মৃত্যু বেড়ে ৫৫
প্রকাশিত : ১৬:৫০, ২৩ জুন ২০২০ | আপডেট: ১৭:১১, ২৩ জুন ২০২০
রাজশাহী বিভাগে আট জেলায় করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২৫১ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ দিন মারা গেছে আরও ৬ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১৪ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী। মঙ্গলবার দুপুরে এক প্রতিবেদনে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তারের পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তদের মধ্যে রাজশাহীর ৩৫ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, জয়পুরহাটে ১ জন, বগুড়ায় ১৩৬ জন, সিরাজগঞ্জে ১২ জন ও পাবনায় ৬৫ জন। তবে বিভাগের অপর জেলা নওগাঁর ও নাটোরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কোন রোগি শনাক্ত হয়নি বলে তিনি জানান।
ডা. গোপেন্দ্র আরও জানান, রাজশাহী বিভাগে এ পর্যন্ত ৩৯৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ মধ্যে সর্বোচ্চ বগুড়ায় ২৩৩০ জন আক্রান্ত। এছাড়াও রাজশাহীতে ২৯৯ জন, চাঁপাইনবাবগঞ্জে ৮৮ জন, নওগাঁয় ২৩৯ জন, নাটোরে ১৪৮ জন, জয়পুরহাটে ২৫৫ জন, সিরাজগঞ্জে ২৮০ জন ও পাবনায় ৩৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলার মধ্যে ছয় জেলায় মৃতের সংখ্যা ৫৫ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন রাজশাহীতে তিনজন ও বগুড়ায় তিনজন। এখন পর্যন্ত রাজশাহীতে ছয়জন, নওগাঁয় চারজন, নাটোরে একজন, বগুড়ায় ৩৬ জন, সিরাজগঞ্জে তিনজন ও পাবনায় পাঁচজনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। এখনো জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে কোন করোনা আক্রান্ত রোগি মারা যায়নি।
গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন আরও ১৪ জন। এ নিয়ে বিভাগে সুস্থ্য হয়েছেন ৭৮৯ জন করোনা আক্রান্ত রোগি। এর মধ্যে রাজশাহীর ৬১, চাঁপাইনবাবগঞ্জে ৫৩ জন, নওগাঁয় ১৮৯ জন, নাটোরে ৫৪ জন, জয়পুরহাট ১৩৬ জন, বগুড়ায় ২৫০ জন, সিরাজগঞ্জ ১৮ জন ও পাবনায় ২৮ জন।
আরকে//
আরও পড়ুন