ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

হিলিতে বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ২৩ জুন ২০২০

দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিতের মাধ্যমে নানা কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে হাকিমপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ৮টায় বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভসুচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। এর পরে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে ফলজ, বনজ ও ওষধি ৩টি গাছ রোপন করা হয়।

এসময় সেখানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌরআওয়ামীলীগের সভাপতি ও পৌরমেয়র জামিল হোসেন, সাধারন সম্পাদক নাসিম আহম্মেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেনসহ দলীয় নেতাকর্মীরা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি