ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সরাইলে মাটির নিচ থেকে পুরাতন অস্ত্র উদ্ধার    

নারায়ন চক্রবর্ত্তী, সরাইল

প্রকাশিত : ১৯:৩৯, ২৩ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে করিম শাহ মাজারের করই গাছের মাটির নিচ থেকে ম্যাগজিনসহ ২টি অস্ত্র উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ। অস্ত্রগুলি মরিচে ধরা। 

মঙ্গলবার সকালে শাহবাজপুর আমিনপাড়া করিম শাহ নামক একটি মাজারের করই গাছ কাটার পর গাছের গুরির মাটির নিচ থেকে  এস এম সি (সাব মেশিন কাবোরাইট একটি,ম্যাগজিনসহ একটি পাইপ গান,সবগুলোই পুরাতন মরিচা ধরা অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে।

সরাইল থানা অফিসার ইনচার্জ আল মাহমুদ মো. নাজমুল আলম ও শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রাজিব আহমেদ রাজ্জি জানান, মঙ্গলবার সকালে করিম শাহ মাজারের করই গাছ কাটার পর মাটির নিচ থেকে অস্ত্রগুলি পাওয়ার খবর পাওয়া যায়।

সরাইল থানায় সংবাদ দিলে সরাইল থানার সাব ইন্সপেক্টার গৌতম দে এগুলি উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায়,পুলিশ অফিসার গৌতম দে বলেন,এগুলো মহান মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে মনে করছেন এলাকাবাসি। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি