ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজ ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৯, ২৩ জুন ২০২০

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার সরকারি মোসলেমউদ্দীন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র রাকিব (২০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হবিরপুর উপজেলার সদর ইউনিয়নের দনগাঁও গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের আব্দুল হালিমের একমাত্র পুত্র রাকিব নিজ বাড়ির ছাদে উঠলে সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কবিরুল তাকে মৃত ঘোষণা করেন। রাকিবের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি