ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ২৩ জুন ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষের হামলায়  এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত আবু বকর সিদ্দিক (৭০) পারকোলা গ্রামের মৃত অনাথ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়,পূর্ববিরোধের জের ধরে এ দিন মঙ্গলবার বিকেলে শাহজাদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেনের লোকজন এন্তাজ প্রামাণিক (৬০) বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে। 

এসময় তাদের বাধা দিলে তাকে বেধরক মারপিট করে গুরুতর আহত করে। এরপর হামলাকারীরা আমাদের আবু বকরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করে। তখন বাধা দিলে অসুস্থ আবু বক্কার সিদ্দিককে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে লাশ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এঘটনায় নিহতের স্ত্রী আসমা খাতুন বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান জানান,নিহতের পরিবার থেকে কোন অভিযোগ পেলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি