ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাঁচবিবিতে ‘বন্দুকযুদ্ধে’ মাদক কারবারি নিহত

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৩, ২৪ জুন ২০২০

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা রতনপুরে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’এক মাদক কারবারি নিহত হয়েছে। নিহত মিন্টুর (৩৫) বাড়ি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে।

পুলিশ ও র‌্যাব জানায়, মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে পাঁচবিবি উপজেলার রতনপুরে মাদক কেনাবেঁচা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়ে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই মাদক কারবারিকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত মিন্টুর বিরুদ্ধে পাঁচবিবি থানাসহ বিভিন্ন থানায় এক ডজন মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি