নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে মাছ চাষীর মৃত্যু
প্রকাশিত : ১২:৩২, ২৪ জুন ২০২০
নাটোরের সিংড়ায় পুকুরে জলমোটরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মমিন (৩৫) নামে এক মাছ চাষী নিহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে বেলাল হোসেন (৩৫) নামে আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যার পর উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াস বাবুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মমিন গাড়াবাড়ি গ্রামের লইমুদ্দিনের ছেলে। আহত বেলাল চিকিৎসাধীন রয়েছেন। তিনি একই গ্রামের রমজান আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুর এ আলম সিদ্দিকী জানান, ‘বিয়াস বাবুপাড়া গ্রামে পুকুর লিজ নিয়ে আব্দুল মমিন ও বেলাল মাছ চাষ করে আসছিলেন। প্রতিদিনের মত মঙ্গলবার সন্ধ্যার দিকে তারা দু’জন পুকুরের পানি পরিষ্কার (রিফ্রেস) করার জন্য জলমোটর চালু করতে যান। এ সময় অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল মমিন মারা যান। আহত হন বেলাল হোসেন।’
এআই//
আরও পড়ুন