ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ২ শ্রমিক নিহত 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৯, ২৪ জুন ২০২০

সিরাজগঞ্জে দুই ট্রাকের সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সকালে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়ায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ইটবাহী ট্রাকের শ্রমিক সলঙ্গার ক্ষুদ্র রঘুনাথপুর গ্রামের মৃত দবির উদ্দিনের ছেলে কাউসার (২৫) ও একইগ্রামের ইউনুস আলীর ছেলে সানোয়ার (২৭) 

পুলিশ জানায়, উত্তরবঙ্গ থেকে পাঁচলিয়াগামী পাথর বোঝাই ট্রাকের সঙ্গে নলকাগামী ইটবাহী অন্য একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দু’জন  নিহত ও ৩ জন আহত হয়। পরে পুলিশ হতাহতদের উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ট্রাক দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি