ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

কালিয়া পৌরসভার ৭ কোটির টাকার বাজেট ঘোষণা 

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৫৯, ২৪ জুন ২০২০

নড়াইলের কালিয়া পৌরসভার ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশ করা হয়েছে। আজ বুধবার দুপুরে শারীরিক দূরত্ব বজায় রেখে পৌর কার্যালয়ে এ বাজেট পেশ করেন মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন। 

এ সময় উপস্থিত ছিলেন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হুদা, কালিয়া থানার ওসি রফিকুল ইসলাম, পৌরসভার সচিব মনিরুজ্জামান, কাউন্সিলর ও সাংবাদিক শেখ ফসিয়ার রহমানসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ।

২০২০-২১ অর্থবছরে নড়াইলের কালিয়া পৌরসভার প্রায় ৭ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

মেয়র ফকির মুশফিকুর রহমান লিটন বলেন, ‘কালিয়া পৌরসভাটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠা করা হয়। পৌরসভা গঠনের জন্য মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম এখলাছ উদ্দিন আহম্মেদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়া নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি পৌরসভার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছেন।’

কাউন্সিলর ও পৌরবাসীর সহযোগিতায় কালিয়া উপজেলা আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।  

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি