নাটোরে করোনা উপসর্গে বৃদ্ধার মৃত্যু
প্রকাশিত : ১৬:০২, ২৪ জুন ২০২০
নাটোরের লালপুরে করোনার উপসর্গ নিয়ে আকলিমা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান। মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়েছে।
মৃত আকলিমা রালপুর উপজেলার নওয়াপাড়া গ্রামের ওসমান মন্ডলের স্ত্রী।
রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস উপসর্গ নিয়ে আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। গত ২০ জুন করোনা উপসর্গ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্ভি হন। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে মারা যান তিনি।
মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করতে পরামর্শ দেয়া হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, ‘উপসর্গ নিয়ে আকলিমা নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়ার পর নিহতের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া বাড়িটি লকডাউন করাসহ পরিবারের সকল সদস্যকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।’
এআই//
আরও পড়ুন