ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নলছিটিতে উপসর্গ নিয়ে আরও ২ জনের মৃত্যু

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা 

প্রকাশিত : ১৬:০৯, ২৪ জুন ২০২০ | আপডেট: ১৬:০৯, ২৪ জুন ২০২০

ঝালকাঠির নলছিটিতে করোনা উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে ও আজ সকালে তাদের মৃত্যু হয়। 

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার জানান, ‘বুধবার সকালে উপজেলার মেরহার গ্রামের বাড়িতে চাঁনবরু বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়। তিনি ৮ দিন ধরে জ্বর ও শাসকষ্টে ভুগছিলেন। শাবাব ফাউন্ডেশন তার লাশ দাফন করেছে।’ 

অপরদিকে, মঙ্গলবার (২৩ জুন) রাত ১০টায় তিমিরকাঠি গ্রামের জাকির হোসেন (৫৬) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাত ৩টায় তার লাশ দাফন করা হয়। 

দপদপিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি