ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় ফেসবুক স্ট্যাটাসের দায়ে কলেজ শিক্ষক গ্রেফতার 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: 

প্রকাশিত : ১৬:৫৭, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় সাতক্ষীরায় সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক ও কলরোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনিরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

বুধবার (২৪ জুন) সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

বোরহান উদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে কলারোয়ার মুরারীকাটির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার প্রকৃত নাম মনিরুজ্জামান (মন্ময় মনির)। তিনি কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের মৃত. আয়েজ উদ্দীন সরদারের ছেলে। সে সাতক্ষীরার সীমান্ত আদর্শ কলেজের প্রভাষক। 

উল্লেখ্য, গত ১৩ জুন আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যু হয়। এরপর ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেন কলরোয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মন্ময় মনির। 

এ ঘটনায় তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর বাদী হয়ে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং-১০(৬)২০। মামলা দায়ের হওয়ার পর থেকে মন্ময় মনির আত্মগোপনে ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি