ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ইজিবাইক শ্রমিকদের দাবি মানতে অপারগতা  

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩৯, ২৪ জুন ২০২০

পৌর টোলের নামে চাঁদাবাজি বন্ধের দাবীতে  মঙ্গলবার ইজিবাইক শ্রমিক ইউনিয়নের বিক্ষুব্ধ শ্রমিকরা বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোটভাই ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমিনের কুশপুত্তলিকা দাহ করে। 

এরই প্রেক্ষিতে বুধবার পৌর মেয়র মির্জা ফয়সল আমিন পৌর কার্যালয়ে সাংবাদিকদের বলেছেন, এটা চাঁদাবাজি নয়, সরকারি নিয়মে হাটবাজারের মতো ইজারা দিয়ে টোল আদায়ের কার্যক্রম পরিচালনা করা, এটা সব পৌরসভারই নিয়মিত আয়ের একটি মাধ্যম। এই টোল আদায় বন্ধ  করার জন্য যদি পৌরসভাকে চাপ দেয়া হয় তবে পৌরসভা চলবে কি করে? এমনিতেই ঠাকুরগাঁও পৌরসভা প্রযোজনীয় সরকারি বরাদ্দ না পেয়ে অতি কষ্টে কার্যক্রম পরিচালনা করছে এবং তেমন কোন উন্নয়ন কাজ করতে পারেনি। এর মধ্যে এমন দাবি মেনে নেওয়া আরো কষ্ট দায়ক।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি