ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোরেলগঞ্জে জালে আটকা পড়া শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি.

প্রকাশিত : ২৩:২৯, ২৪ জুন ২০২০

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলের জালে আটকা পড়েছে এক শিশুর মরদেহ উদ্ধার । জিউধরা গ্রামের এমদাদুল হাওলাদারের ছেলে মাহিম ইসলাম আবীর(৫) এর মরদেহ বুধবার বেলা ১২টার দিকে উমাজুড়ি খালে জালে আটকে থাকা অবস্থায় পাওয়া যায়। সে স্থানীয় রূপচাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রথমিকের ছাত্র ছিল। মা-বাবার মধ্যে সম্পর্কের অবনতি হওয়ায় উমাজুড়ি গ্রামের ভ্যান শ্রমিক নানা লাল মিয়া তালুকদারের বাড়িতে সে থাকতো। 

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের কারনে আবীরের মা ময়না বেগম ও পিতা এমদাদুল হাওলাদার চট্টগ্রামে পৃথক ঠিকানায় থাকেন। ওই সংসারের একমাত্র সন্তান আবির তার নানা লাল মিয়া তালুকদারের কাছে থেকে লেখাপড়া করছিল। 

আজ বেলা ১০টার দিকে নানী রহিমা বেগম কিস্তি দিতে যান। ফিরে দেখেন আবির ঘরে নেই।অনেক খোজা খুজির পরে খালে তল্লাশী করে গড়াজালের সাথে পাওয়া যায় তার মরদেহ। আবীর কখন কিভাবে খালে পড়ে ভেসে যায় তা জানা যায়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি