ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি নির্বাচিত

সীতাকুণ্ড প্রতিনিধি:

প্রকাশিত : ১৮:১০, ২৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

লায়ন সেবাবর্ষ ২০২০-২১ মেয়াদে লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি নির্বাচিত হয়েছে। প্রেসিডেন্ট লায়ন মো.গিয়াস উদ্দিন সদ্যবিদায়ী প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ বেলাল হোসেন, ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন কামাল উদ্দিন ভূঁইঁয়া,৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মনোয়ারুল হক এফসিএমএ,ভাইস প্রেসিডেন্ট লায়ন  ড. মোহাম্মদ শাহীদুল আলম (মিন্টু)।

সেক্রেটারী লায়ন ইঞ্জিনিয়ার কামরুদৌজা,জয়েন্ট সেক্রেটারী লায়ন মুহাম্মদ আবুল হাসনাত ও লায়ন মফিজুর রহমান সাজ্জাদ,ট্রেজারার লায়ন আলীম উল্যাহ মুরাদ,জয়েন্ট ট্রেজারার লায়ন এবিএম রাসেল চৌধুরী, লিও এডভাইজারার লায়ন নাছির উদ্দিন মানিকG

পরিচালক বৃন্দ লায়ন মাস্টার আবুল কাশেম, লায়ন রনজিৎ সাহা, লায়ন আলতাফ হোসেন, লায়ন রাজেশ বড়ুয়া, লায়ন আলীম উদ্দিন, লায়ন মো. সেলিম, লায়ন মো. আনোয়ারুল আলম, লায়ন ক্যাপ্টেন তানভীর মো.নাফিল হোসেন, লায়ন নিগার সুলতানা, লায়ন লুৎফর নাহার খানম, লায়ন শারমীন আফছার চৌধুরী, লায়ন মোহাম্মদ নুরুজ্জামান, লায়ন মোহাম্মদ জিয়া উদ্দিন বাবলু, লায়ন গাজী মো.সুজা উদ্দিন, লায়ন ফয়েজ আহমদ, লায়ন এ.কে.এম মসিউদ দৌলাহ, লায়ন এম.সাইফুল্লাহ কামাল।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি