ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক চোরাকারবারি গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৩, ২৫ জুন ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার চন্ডিপুর থেকে হাসান মিয়া (২৪)কে  এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। হাসান মিয়া দামুড়হুদা উপজেলার দর্শনা থানার চন্ডিপুর গ্রামের জমির মিয়ার  ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব সাংবাদিকদের এ তথ্য জানান।
 
র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর সদস্যরা কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ালগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামে অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী  হাসান মিয়াকে গ্রেপ্তার করে। 

এসময় তার কাছ থেকে এককেজি গাঁজা, ১টি মোবাইল সেট, ২টি সীম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে জেলার দর্শনা থানায় হস্তান্তর করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি