ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৪৫, ২৬ জুন ২০২০

নাটোরে  ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে জয় নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়। এসময়  অপর দুইজন আহত হয়। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।‌ নিহত জয় বড়াইগ্রামের মৌখরা এলাকার হরিজন কলোনীর চন্দন কুমারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর থেকে কাজ সেরে মোটরসাইকেল নিয়ে দুইজনকে সাথে নিয়ে মৌখড়ায় ফিরছিলেন জয়। পথে সৈয়দের মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জয় মারা যায়। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি