ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

গাজীপুরে একদিনেই শতকের বেশি আক্রান্ত

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৫৬, ২৬ জুন ২০২০

গাজীপুরে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। তবে তার তুলনায় পিছিয়ে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায়ও জেলায় শতকের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ৪২৭ জনের নমুনা পরীক্ষা করে ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে এদিন। 

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা গেছে, এ পর্যন্ত জেলায় ২২ হাজার ৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৬২৩ জন। 

এদিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গাজীপুর জেলাকে ইতিমধ্যেই রেড জোন ঘোষণা করা হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পোশাক শ্রমিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছেন।

সবচেয়ে বেশি আক্রান্ত (২ হাজার ১ জন) গাজীপুর সিটি কর্পোরশন এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ করোনা রোগী (৩৭৪ জন) কালিয়াকৈর উপজেলায়। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি