ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিপদসীমার উপরে তিস্তার পানি, তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলের ক্ষেত

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৭, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

আবারও বেড়েছে তিস্তা নদীর পানি। লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিপদসীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, ধরলা নদীর পানি লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই হয়ে প্রবাহিত হচ্ছে। 

অবিরাম বর্ষণ আর উজানে ভারত থেকে পাহাড়ি ঢলের পানিতে জেলার প্রধান দুই নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুর কাদের। 

পানি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে চরাঞ্চলগুলো। নদী তীরবর্তী এলাকার বাড়িঘরে ঢুকে পড়েছে পানি। এতে তলিয়ে গেছে আমন ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি ক্ষেত। বৃষ্টিপাত আর উজানের পানি আসা অব্যাহত থাকলে তিস্তা ও ধরলা নদীর পানিতে দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি, এমন আশঙ্কাই করছেন নদীপাড়ের মানুষজন। 

এদিকে, ঘরবাড়ি ও ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় তিস্তাপাড়ে শতশত মানুষ পরিবারের লোকজন ও গবাদিপশুসহ প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এমনকি, নলকুপ ও রান্নার চুলা পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি