ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে একদিনে সর্বোচ্চ আক্রান্ত, লোহাগড়া লকডাউন

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১২, ২৬ জুন ২০২০

নড়াইল সদর থানার এএসআই আনিসুর রহমানসহ ২৫ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। যা জেলায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর মধ্যে সদর ও কালিয়া উপজেলায় পাঁচজন করে এবং লোহাগড়ায় ১৫ জন। আক্রান্তরা নিজদের বাসাবাড়িতে আইসোলেশনে আছেন। 

জেলায় এখন পর্যন্ত ১৬ হাইওয়ে পুলিশ সদস্য ও ৮ চিকিৎসকসহ ১৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৮ চিকিৎসকসহ ৪৫ জন। আর মৃত্যু হয়েছে ৬ জনের।

এদিকে, সংক্রমণ ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় আজ শুক্রবার বিকেল ৪টা থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত লোহাগড়া পৌর এলাকা লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। 

গতকাল এক জরুরি বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র লকডাউনের এ ঘোষণা দেন। তবে লকডাউন চলাকালে লোহাগড়া পৌর এলাকার কাঁচাবাজার, মুদি ও ওষুধের দোকানসহ জরুরি পরিষেবা চালু থাকবে।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি