ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় ট্রাক্টর উল্টে হেলপার নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৯, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

নওগাঁয় পথচারীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টর উল্টে এনামুল হক সোনা (২৮) নামে ওই ট্রাক্টরের হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরের ট্রাকটরের চালক তোফাজ্জল হোসেন আহত হয়েছেন। তাকে নওগাঁ সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সকালে সদর উপজেলার শিবপুর বাইপাস সড়কের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল হক সদর উপজেলার বরুনকান্দি গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

নওগাঁ সদর মডেল থানার ওসি মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ট্রাক্টরের চালক একজন সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক্টরের নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে যায়। এতে ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলে এনামুল হক মারা যায়।
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি