ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নড়াইলে স্কুলছাত্রীকে উত্যক্তের দায়ে বৃদ্ধের কারাদন্ড!

ফরহাদ খান, নড়াইল

প্রকাশিত : ১৭:৩৯, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

নড়াইলের নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করার দায়ে ৬০ বছরের বৃদ্ধকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৬ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম এ কারাদন্ডাদেশ দেন।

কারাদন্ডাদেশপ্রাপ্ত আয়ূব আলীর (৬০) বাড়ি পানিপাড়া গ্রামে এবং পেশায় ভ্যানচালক।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভূক্তভোগী স্কুলছাত্রী একই গ্রামের আয়ূব আলী খন্দকারের ভ্যানে প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে প্রায়ই স্কুলছাত্রীকে বিভিন্ন ধরণের অশালীন কথাবার্তা বলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি লাজ-লজ্জার ভয়ে মেয়েটি তার পরিবারকে জানায়নি। 

এদিকে শুক্রবার সকালেও মেয়েটি আয়ূব আলী খন্দকারের ভ্যানযোগে প্রাইভেট পড়তে যায়। এ সময় আয়ূব আলী খন্দকার সপ্তম শ্রেণির স্কুলছাত্রীর গায়ে হাত দিয়ে অশালীন আচরণ করে। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পুলিশ আয়ূব আলীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিনমাসের কারাদন্ডাদেশ দেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি