ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টেকনাফে `বন্দুকযুদ্ধে` ৪ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি:

প্রকাশিত : ১৭:৫৩, ২৬ জুন ২০২০ | আপডেট: ১৮:০৪, ২৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

টেকনাফের হোয়াইক্যং পাহাড়ী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চারজন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার (২৬জুন) সকাল ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল হোসাইন সত্যতা নিশ্চিত করে জানান, ‘শুক্রবার দুপুরে শীর্ষ ডাকাত আবদুল হাকিমের সন্ধানের খবর পেয়ে পুলিশের একটি দল ওই পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। 

এসময় ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বশস্ত্র ডাকাত বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ডাকাত বাহিনী পাহাড়ে ঢুকে পরে। পরে ওই এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনো নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি