ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হিলিতে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১১, ২৬ জুন ২০২০

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দিনাজপুরের হিলিতে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুরসহ সাধারণ মানুষ। আগামী ২৮ জুন পর্যন্ত বৃষ্টির এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আজ শুক্রবার সকাল থেকেই হিলিতে পুরো আকাশ মেঘে ঢাকা রয়েছে, দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে অনেকেই গন্তব্যস্থলে পৌঁছতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে, কেউ কেউ ছাতা নিয়ে পায়ে হেঁটে, কাউকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। বৃষ্টিপাতের কারণে সড়কে মানুষের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। গতকালও একইভাবে বৃষ্টিপাত অব্যাহত ছিল। 

ভ্যানচালক খালেদ হোসেন ও দিনমজুর শেরেগুল ইসলাম জানান, ‘শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে বৃষ্টির মধ্যে ভিজে ভ্যান চালাতে সমস্যা হচ্ছে। একেতো করোনায় বাজারে মানুষের তেমন উপস্থিতি নেই, এর উপর বৃষ্টিপাত হওয়াতে আমাদের আয় রোজগার কমে গেছে। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’ 

একইভাবে বৃষ্টির কারণে কাজে যেতে না পারায় বিপাকে পড়েছেন দিনমজুর শ্রমিকরা।

আবহাওয়া অধিদপ্তর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, ‘দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৮ জুন পর্যন্ত যা অব্যাহত থাকতে পারে। এরপরে বৃষ্টির মাত্রা ধীরে ধীরে কিছুটা কমে আসবে তবে একেবারেই বৃষ্টিপাত বন্ধ হবেনা।’

তিনি বলেন, ‘এই অঞ্চলে বন্যার কোন আশঙ্কা নেই তবে লালমনিরহাট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত দিনাজপুর অঞ্চলে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি