ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আক্রান্ত আরও ৬০ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৬, ২৭ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাও রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৭৩৩ জনে দাঁড়িয়েছে।

ঢাকা থেকে আসা ৫৫৯টি রিপোর্টে ওই ৬০ জনের করোনা ধরা পড়ে। জেলা সিভিল সার্জন ডাক্তার মো. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২৭, কসবায় ১২, আখাউড়ায় ৮, নাসিরনগরে ৬, নবীনগর ৩, বাঞ্ছারমপুরে ৩ ও আশুগঞ্জ উপজেলায় একজন। 

সিভিল সার্জন জানান, ‘নতুনরাসহ বর্তমানে ৫৯২ জন আইসোলেশনে রয়েছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৩২ জন।’ 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি