ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

জয়পুরহাটে পুলিশ-র‌্যাবসহ একদিনেই আক্রান্ত ৬৭ 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২৭ জুন ২০২০ | আপডেট: ১৬:২৬, ২৭ জুন ২০২০

জয়পুরহাটে পুলিশ-র‌্যাব সদস্যসহ আরও ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এ জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৬৩ জন রোগী আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে ঢাকার ন্যাশনাল ইনষ্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রির্সাচ সেন্টারের ল্যাব  ল্যাব ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে মোট ৫১২ জনের নমুনার পরীক্ষায় ফল এসেছে। তাদের মধ্যে ৭৯ জনের পজিটিভ ফল পাওয়া গেছে। এর মধ্যে ১২ জনের ফলোআপ ফল রয়েছে। 

নতুন আক্রান্তদের মধ্যে জয়পুরহাট সদর উপজেলায় ২১ , পাঁচবিবিতে ২৬, ক্ষেতলালে ১০, আক্কেলপুরে ৯ ও কালাই উপজেলায় একজন। 

সিভিল সার্জন কার্যালয়ের এক জন কর্মকর্তা জানান, ‘নতুন ৬৭ জনের মধ্যে ২১ জন পুলিশ ও তিন জন র‌্যাব সদস্য, স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আক্রান্তদের মধ্যে তেমন কোনো উপসর্গ নেই।’

জানতে চাইলে জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) সালাম কবির বলেন, ‘কোভিড শনাক্ত হওয়া ২১ জন পুলিশ সদস্যের সবাই ভালো রয়েছেন। এর আগে দুই পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয়েছিল। তারা দু’জনই সুস্থ হয়েছেন।’
  
জয়পুরহাটের সিভিল সার্জন ডা. সেলিম মিঞা গণমাধ্যমকে বলেন, ‘শুক্রবার রাতে আসা নমুনা পরীক্ষার প্রতিবেদনে মোট ৭৯ জনের পজিটিভ এসেছে। এর মধ্যে ১২ জনের ফলোআপ ফল রয়েছে। অথাঁৎ নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্ত।’

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি