ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে অস্ত্রসহ আটক ১ 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৭, ২৭ জুন ২০২০

নাটোরে অস্ত্র ও গুলিসহ হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার রাতে শহরের উত্তর বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে হাবিবুরকে গ্রেফতার করা হয়। 

এসময় তার কাছে থেকে একটি ম্যাগজিন ও ১ রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল জব্দ করা হয়। আটক হাবিবুর রহমান রাজশাহী জেলার পুঠিয়া উপজেলারবারুইপাড়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে। 

র‌্যাব-৫ সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিকুল আহসান অস্ত্রসহ হাবিবুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,পিস্তল বিক্রির জন্য সে নিজ হেফাজতে রেখেছিল।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি