নাটোরে করোনা আক্রান্ত বেড়ে ১৫৯
প্রকাশিত : ২২:৫৯, ২৭ জুন ২০২০ | আপডেট: ২৩:০১, ২৭ জুন ২০২০
নাটোরে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। অবশ্য ২ জনের ফলোআপ পজেটিভ রেজাল্টও এসেছে। এতে করে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৫৯ জনে দাঁড়িয়েছে। তবে ৫৫ জন সুস্থ হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন।
আক্রান্ত তিনজনই বড়াইগ্রাম উপজেলার। রোববার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের ল্যাব থেকে নাটোরে ২ জন ফলোআপসহ ৫ জনের করোনা পজেটিভ বলে নাটোর সিভির সার্জন অফিসকে নিশ্চিত করেছে।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি বিভাগের প্রধান ও ল্যাব ইনচার্জ প্রফেসর ডা.সাবেরা গুলনাহার জানান, শুক্রবার রামেক ল্যাবে দুই শিফটে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ফলাফল পাওয়া গেছে ১৮১ জনের। যার মধ্যে ২৭ জনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। নতুন আক্রান্তদের মধ্যে রাজশাহীর ১৮ জন,পাবনার ৩ জন, নাটোরের ৫ জন ও চাঁপাইনবাবগঞ্জের একজন।
নাটোরের সিভির সার্জ ডা. মিজানুর রহমান জানান,শুক্রবার ২ জন ফলোআপসহ ৬৬ জনের নমুনার রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে ৬১ জনের নমুনা নেগেটিভ এবং ৩ জনের রেজাল্ট পজেটিভ্। অন্য ২ জনের ফলোআপ রেজাল্ট পজেটিভ।
কেআই/
আরও পড়ুন